কি ভাবে প্রাপ্ত মনষ্ক (Mature) এর মত আচরণ করবেন ?
১) নিজের সব কথা সবাই কে বলা বন্ধ করুন। আগে বিচার করুন যে করা আপনার কোন কথা শুনতে বা বুঝতে চায়। কাকে কোন কথা বলা ঠিক হবে। মানুষের স্বভাব চরিত্র বুঝে কথা বলুন। সঠিক লোককে সঠিক সময়ে সঠিক কথা বলুন।
যেমন – নিজের স্বামী বা স্ত্রী কে পারলে কোনো কথা লুকোবেন না। বন্ধু কে নিজের সব ব্যাক্তিগত ব্যাপার বলবেন না।
২) ঠিকমতো বন্ধুত্ব করুন। এই ব্ধু ই যেমন আনাকে সাহায্য করতে পারে সেই রকম ডোবাতে পারে। তাই মানুষের সঙ্গে বিচার বিশ্লেষণ করে বন্ধুত্ব করুন। কোন বন্ধু কনো আপত্তিজনক কাজ করলে দূরে সরে আসুন।
৩) অন্যদের কাছে নিজের আশা প্রত্যাশা গুলো কম রাখতে শিখুন। কোনো কিছু কেই granted বিবেচনা করে অন্যদের কাছে নিজের প্রত্যাশা রাখবেন না।
যেমন , প্রেমিক মানেই যে সব কিছু ছেড়ে দিয়ে আপনার সঙ্গেই থাকবে সেটা প্রত্যাশা করবেন না। নিজের প্রত্যাশা গুলো বাস্তব বাদী রাখুন।
বাবার কাছে টাকা ছিল কিন্তু বাবা দিলেন না। কারণ তিনি তার প্রয়োজন মনে করেন নি। তাই বলে রাগ করে বসে থাকলেন । সেটা কোনো প্রাপ্ত মনষ্ক ব্যক্তির কাজ হতে পারে না।
৪) অন্যদের নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন। নিজের জীবন , নিজের আবেগ, নিজের পেশা , নিজের অর্থ ইত্যাদি নিয়ন্ত্রণ করতে শিখুন।
৫) নিজের আসে পাশে ঘটে যাওয়া ঘটনা বা পরিস্থিতি তে যতটা পারেন কম প্রতিক্রিয়া দিন বা নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া দিন। কথা কথায় রাহ অভিমান করা , সব কথা কে হালকা ভাবে নেয়া, কারণ না বুঝে উত্তেজিত হওয়া ইত্যাদি একজন অপ্রাপ্ত মনষ্ক ব্যক্তির পরিচয়।
One thought on “কি করে বুঝবেন যে আপনি প্রাপ্ত মনষ্ক (Mature) হয়েছেন?”