লাভ ম্যারেজ নাকি এর‍্যাঞ্জ ম্যারেজ, কোনটা বেশী সুখের হয়?

লাভ ম্যারেজ

লাভ ম্যারেজ নাকি এর‍্যাঞ্জ ম্যারেজ বিতর্ক।

একেবারে প্রাচীন আমল থেকেই এই প্রশ্নটি চলে আসছে। লাভ ম্যারেজ বা প্রেম করে বিয়েতে বেশি সুখী নাকি অচেনা কাউকে বিয়ে করলে বেশি সুখী?
এই ব্যাপারে, পক্ষে-বিপক্ষে বিভিন্ন ধরনের বিতর্ক হয়। তাছাড়া, উভয় প্রকার বিয়েতেই সুখী ও অসুখী দুটোই দেখা যায়।
তাই, এই ব্যাপারে কোন সঠিক সিদ্ধান্তে আসা যায় না। কোন ধরনের বিয়ে ভালো, সে বিষয়ে বিতর্ক চলতেই থাকে।

ছবিতে কারো হাত, এি ্ দেখা যাচ্ছে
(ছবিঃ ১)। দেখতে পাচ্ছেন দেয়ালের সকেট আর হাতের প্লাগ সম্পুর্ন আলাদা মডেল। এই দুইটা সংযোগ দেয়া যায় না।
এবার আপনার জন্য খুব সহজ একটি প্রশ্ন…

  • কতক্ষন পাশাপাশি ধরে রাখলে, হাতের প্লাগটি দেয়ালে সংযোগ করা যাবে?

কয়েক ঘন্টা পাশাপাশি ধরে রাখলে হবে? কয়েক দিন, কয়েক মাস, কয়েক বছর ধরে রাখলে হবে? সারা জীবন ধরে রাখলে, এই প্লাগটি দেয়ালে সংযোগ দেবার উপযুক্ত হবে? না, কখনোই হবে না। কেয়ামত পর্যন্ত পাশাপাশি ধরে রাখলেও, হাতের প্লাগটি দেয়ালে সংযোগ করার উপযুক্ত হবে না।

লাভ ম্যারেজ

ভিন্ন ধরনের প্লাগ হলেও, বৈদ্যুতিক সংযোগ দেবার বিকল্প ব্যাবস্থা আছে।
পরের ছবিটিতে adapter দেখা যাচ্ছে
(ছবিঃ ২)। এই adapter জিনিসটা প্লাগের সাথে সংযুক্ত করলে, প্লাগটি দেয়ালের সকেটের উপযোগী হবে।
লক্ষ্য করুন – ভিন্ন ধরনের প্লাগ ও সকেট সংযুক্ত করার জন্য adapter জিনিসটা প্রয়োজন।

পুরুষ ও নারী ঠিক ওই (ছবিঃ ১ এর) প্লাগ আর সকেটের মত। সম্পূর্ণ ভিন্ন ধরনের।
পাশাপাশি রাখলে, একে অপররের উপযুক্ত হয় না। সংযোগের উপযোগী করতে adapter লাগে।
প্লাগ ও সকেট, পুরাতন হোক বা নতুন হোক, Adapter যোগ করলে, একে অপরের উপযুক্ত হয়ে ওঠে।

বিয়ে না করে কোন নারী/পুরুষ চেনাটা, কিছুটা ভ্রমন কািী পড়ে কোন দেশ চেনার মত।

একইভাবে – অনেক দীর্ স় প্েম থাকলেও, একে অপরের উপযুক্ত হয় না।
নারী ও পুরুষ এর সঠিক সংযোগ দেবার Adapter হলো – বিয়ে।
পরিচিত হোক বা আপরিচিত হোক, বিয়ের পরে সঠিকভাবে সংযুক্ত হয়। নতুন হোক আর পুরাতন হোক, একইরকম কাজ করে।

এতক্ষন যা বললাম, সেটা বুঝতে কষ্ট হলে, সহজ আরেকটি উপায় আছে।

দুই তলা থেকে লাফ দিয়ে নিচে পড়বেন। একবার আপনাদের এলাকার অতি পরিচিত বিল্ডিং থেকে লাফ দিবেন।
আরেকদিন অন্য কোন শহরে গিয়ে, অচেনা কোন বিল্ডিং থেকে ঝাপ দিবেন। দেখবেন, কোন বিল্ডিং থেকে ঝাপ দিলে পায়ে বেশি ব্যাথা লাগে।

বিল্ডিং চেনা হোক বা অচেনা হোক, সমান উচ্চতা থেকে লাফ দিলে, একই রকম ব্যাথা লাগে।
ঠিক একইভাবে, পুর্বপরিচিত হোক বা অপরিচিত হোক, সেটা লাভ ম্যারেজ হোক অথবা এর‍্যাঞ্জ ম্যারেজ হোক বিয়ের পরে একই ফলাফল হয়।

সতর্কতাঃ ইসলামে প্রেম হারাম। ইসলামিক পদ্ধতি হলো – সরাসরি বিয়ে।

One thought on “লাভ ম্যারেজ নাকি এর‍্যাঞ্জ ম্যারেজ, কোনটা বেশী সুখের হয়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *